প্রকৃতি ও জীবন ক্লাবের সহায়তায় বেতাগীতে শীতবস্ত্র প্রদান

বরগুনার বেতাগীতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবাকেন্দ্রের উদ্যোগে দু:স্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
প্রকৃতি ও জীবন ক্লাবের সহায়তায় রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের খান বাড়িতে প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের বরগুনা জেলার উপদেষ্টা মোসা: সাহেরা খাতুন রুবি, জেলা সন্বয়কারী হাসানুর রহমান ঝন্টু, সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও বন্যপ্রাণী সংরক্ষন এ্যাসোসিয়েশন অফ বরগুনার সভাপতি অলি আহম্মেদসহ স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কর্তৃপক্ষ বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের সহায়তায় সারাদেশের ন্যায় বরগুনায় ভয়াবহ করোনার সময় জেলার অসহায়, দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র দিয়ে সহায়তা করে আসছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।