সলঙ্গায় কারা পেলেন কৃষকলীগের কম্বল
কয়েকদিন ধরে ঘণ কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রচন্ড শীত বইছে সিরাজগঞ্জে দুর্গম অঞ্চল এলাকায়। শীতবস্ত্রের অভাবে পৌষ ও মাঘের এই শীতে অনেকটাই যবুথুবু হয়ে পড়েছে এলাকার অসহায়, গরীব, ও সুবিধাবঞ্চিত পরিবার গুলো। কনকণে শীতে অনেক অসহায় পরিবারই কম্বল আর শীতবস্ত্রের অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে। এমনি মুহুর্তে শীতবস্ত্র কম্বল নিয়ে অসহায়, গরীবদের পাশে দাঁড়ালেন সলঙ্গা থানা কৃষকলীগ।
রবিবার বিকেলে সলঙ্গা থানা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু পরিচালনায় শীতার্ত এক শতাধীক পরিবারের হাতে কম্বল তুলে দেয়া হয়।
সলঙ্গা থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু বলেন,মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের সহযোগিতায় সলঙ্গা থানার ৩টি ইউনিয়নের অন্ধ-এতিম ও অসহায়-শীতার্ত গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত ১শত পরিবার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক,সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ ও সলঙ্গা থানা কৃষকলীগের নেতাকর্মী ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি/সাধারণসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।