লালমনিরহাটে ছাড়পত্রহীন দুই ইট-ভাটায় ১২ লাখ টাকা জরিমানা আদায়

লালমনিরহাটে ছাড়পত্রহীন ও কৃষি জমিতে নির্মিত দুইটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে পৃথক দুইটি অভিযানে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান।
জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমির ওপর গড়ে উঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে ভ্রাম্যান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান।
এ সময় আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কালিস্থানের বিএনপি’র নেতা রোকন উদ্দিন বাবুলের বিটি ব্রিকস নামক ইটভাটাকে ৮ লাখ টাকা এবং একই এলাকার বড় কমলাবাড়ি গ্রামের আশরাব আলী লালের এলএলবি ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান বলেন, কৃষি জমির ওপর নির্মিত, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দুই ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুরো জেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।