রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন; পুড়ে ছাই ১৫ লক্ষ টাকার মালামাল অধ্যক্ষ কতৃক শিক্ষার্থীকে কুপ্রস্তাব বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ লালমনিরহাটে দাদন ব্যবসায়ীর রাতভর নির্যাতন সকালে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার! ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে সাংবাদিকের হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা ঈদ বাজার বেনাপোলে দর্জি কারিগরদের ব্যস্ততা, ছিট কাপড়ের দোকানে ভীড় ভাঙ্গুড়ায় ট্রাকের নিচে পিষ্ট পূত্র বাবা আহত সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভালুকায় শ্রমিক দলের নেতা কর্তৃক শিক্ষকের বাড়িতে হামলা, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সীতাকুণ্ডের ঘোড়ামরা যুব সমাজের উদ্দ্যোগে ১৫০ পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়

ভোলাহাটে আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ১০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আম বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ঘেষা পশ্চিমের সবচেয়ে ছোট উপজেলা ভোলাহাট, আয়তন ৩০,৫২২,০০ একর,(১২৩,৫২ বর্গ কিলোমিটার) জনসংখ্যার দিক দিয়ে(১,২০,৪২৯) জন (প্রায়)। আর এখানে উৎপাদিত হয়, অত্র উপজেলার প্রধান অর্থকরী ফসল আম।

যে আম নিয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলার আম চাষিরা। যদিও মুকুল আসতে এখনো মাসখানেক দেরি আছে। মাঘ মাস শেষে ফাল্গুনের শুরুতে গরম আবহাওয়াতে আসতে শুরু করবে মুকুল। বাড়তি ফলনের আশায় চাষিরা আগাম পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। সরেজমিনে গিয়ে একাধিক আম চাষিরা জানিয়েছেন, আমরা বাড়তি ফলন ফলানোর জন্য এবং আমকে পোকা মুক্ত আর আমের রং ঠিক রাখতে আমরা কীটনাশকসহ ভিটামিন দিয়ে, আমের গাছে স্প্রে করছি, যেন ভালো মুকুল আসে। এরপূর্বে কয়েক মাস আগে আমরা গাছের গোড়ায় জৈব সারসহ সেচ দিয়েছি। উপজেলার আম চাষি আলমাস আলী বলেন, আমরা গাছের আগাছা পরিষ্কার করে সার ও ভিটামিন এবং জাতীয় ঔষুধ দিয়ে ছোট বড় সকল গাছের পরিচর্যা শুরু করেছি।

পাশাপাশি পোকা দমনে কীটনাশক দিয়ে স্প্রে করছি, এতে পোকা যেমন দমন হবে, তেমনি গাছে দেখা দিবে স্বাস্থ্যকর মুকুল। এতে করে ভালো ফলন হবে বলে আশা ব্যক্ত করেন। ভোলাহাটে যেসকল আম উৎপাদন হবে তারমধ্যে উল্লেখযোগ্য হলো, যেমন- হিমসাগর, ফজলি, লক্ষ্মণ ভোগ, আশ্বিনা, গোপালভোগ, আম্রপালি, কাটিমুন, বারি-ফোর সহ অর্ধশতাধিক জাতের আম চাষ করা হয়ে থাকে। গতবছর আমের দাম ভালো থাকায় এবছর আম চাষে আগ্রহ বেড়েছে কয়েকগুণ।

তারা কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে আম চাষ করে থাকেন। ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী,”কলমের বার্তা”কে বলেন, আমের আবাদ ৩৬৬২ হেক্টর। যা গতবারের চেয়ে একটু বেশি। তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা আছে। আমাদের পক্ষ থেকে সকল চাষিকে পরামর্শ এবং সহযোগিতা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর