বেতাগীতে শেখ কামাল এথলেটিকস প্রতিযোগিতা সমাপ্ত

বরগুনার বেতাগীতে শেখ কামাল আন্ত স্কুল মাদ্রাসা এথলেটিকস প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬৬ জন প্রতিযোগি ১৯টি ইভেন্ট অংশ গ্রহন করেন।
রবিবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু ও বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম রব। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মজনু’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির, উপজেলা স্কাউটস’র সম্পাদক মো. লুৎফর রহমান স্বপন ও বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার। এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬৬ জন প্রতিযোগি ১৯টি ইভেন্টে অংশ গ্রহন করেন। বিকালে একই মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন। এ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকল প্রতিযোগীকে যাতায়াত ভাতা প্রদান করা হয়।