কুড়িগ্রামে শিশুদের খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় সারা দেশের মতো হলোখানা ইউনিয়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এবার ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙ্গের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এবার সদর উপজেলায় ৩৪ হাজার ৯ শত শিশুকে এই ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে।
তবে কোন অসুস্থ শিশু বিশেষ করে সর্দি, জ্বর ও ডায়রিয়া হলে খাওয়ানো যাবে না। পরবর্তীতে সেসব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় হলোখানা ইউনিয়নের হেমেরকুটি কমিউনিটি ক্লিনিক, নজর আলী খন্দকারের বাড়ি লক্ষ্মীকান্ত কমিউনিটি ক্লিনিক, জব্বার আলী ডাঃ বাড়ি, চর হলোখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক (ছিন্নমুকুল), এলাহী বকসের বাড়িতে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল থেকে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের ভিড় লক্ষ্যনীয় ছিলো।
তবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ ।
প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপস্বাস্থ্য কেন্দ্র, কমিনিউটি ক্লিনিক, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্রে এই ভিটামিন খাওয়ানো হবে বলে জানা যায়।
এছাড়া একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে বিষয়ে মাইকিংসহ স্বাস্থ্যকর্মীদের তালিকা অনুসারে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।