গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে ” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ মার্চ জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (০২ মার্চ ) সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাচন অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিস নাদিম উদ্দীন, উপজেলা ম্যাধমিক কর্মকর্তা ফেরদৌসী বেগম
প্রমূখ।