বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার!

মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ  

নিজস্ব প্রতিবেদকঃ / ১০২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।  নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টা থেকে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে  স্থাপিত  গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়।  দিনের শুরুতেই  মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
নির্বাচনী তফসিল অনুযায়ী, গত সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ছিল। আর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের করেছিল ২৭ এপ্রিল পর্যন্ত।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র,কাউন্সিল ও সংরক্ষিত মহিলা আসন পদে মোট ৩২৪ জন প্রার্থী লড়াই করবেন। মেয়র পদে লড়ছেন আট জন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মেয়র পদে ৮ জন প্রার্থীর প্রতীকগুলো হলো, মাছ প্রতীকে গনফ্রন্টের আতিকুল ইসলাম , নৌকা প্রতীকে এ্যাড.আজমত উল্লাহ খান, লাঙ্গল প্রতীকেন এস এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে গাজী আতাউর রহমান, টেবিল ঘরি প্রতীকে জায়েদা খাতুন, হাতি প্রতীকে সরকার শাহানুর ইসলাম রনি, গোলাপ ফুল প্রতীকে রাজু আহম্মেদ ও ঘোড়া প্রতীকে হারুন অর রশিদ।
গত ৩০ এপ্রিল বাছাইয়ের দিনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ আরো দুইজন দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল নেয়া হয় ২ মে থেকে ৪ মে আর নিষ্পত্তি হয় ৫ মে থেকে ৭ মে পর্যন্ত।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন।
ইভিএমে ভোটের মাধ্যমে আগামী দিনের মেয়র বাছাই করবেন গাজীপুরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর