সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা (রাজশাহী বিভাগীয় পর্ব)-২০২৩ এর শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা (রাজশাহী বিভাগীয় পর্ব)-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
বুধবার( ২৪ মে) সকাল ১০ টায় শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা রাজশাহী বিভাগীয় পর্বের খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় রাজশাহী লোকনাথ স্কুল ৮ উইকেটে পাবনার রাধানগর মজুমদার একাডেমী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বৃষ্টি বিঘ্নিত খেলায় পাবনা আগে ব্যাট করে সব কয়টি উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে। রাজশাহী ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
খেলার উদ্বোধন করেন, উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক কৃতি ফুটবলার ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম সফি।
এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাছুদ রানা।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারজানা সিদ্দীকা অপু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সম্পাদক সঞ্জয় সাহা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য জাকির হোসেন, শফি ইমাম, এনামুল হক, আল আমিন সেখ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি হিরকগুণ, সন্টুগুণ, জেলা ফুটবল দলের কোচ রেজাউল করিম খোকন, সাবেক কৃতি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা বুলবুল হোসেন, সাবেক কৃতি ফুটবলার এমদাদুল হক এমদাদ ও বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল মজিদ, জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাবেক কৃতি ফুটবলার জাহাঙ্গীর আলম প্রমুখ ।
উক্ত খেলা পরিচালনা করেন আপেল মাহমুদ ও সৈকত।
উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।