মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর 

একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বাংলাদেশ: হ্যারি ভ্যান বোমেল

রিপোর্টারের নাম : / ৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ মে, ২০২৩

একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বাংলাদেশ। ইতোমধ্যে চারটি আন্তর্জাতিক সংস্থা এই স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক সংসদ-সদস্য ও মানবাধিকারকর্মী হ্যারি ভ্যান বোমেল। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হ্যারি ভ্যান বোমেল বলেন, বাংলাদেশের নাগরিকদের সঙ্গে এক হয়ে আমরা অল্প সময়ের মধ্যে ১৯৭১ সালে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সফল হব। চারটি আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে এই গণহত্যার স্বীকৃতি দিয়েছে। আমরা ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছি। ঢাকায় ডাচ রাষ্ট্রদূতের সঙ্গেও এ ব্যাপারে কথা হয়েছে।

তিনি বলেন, আর্মেনিয়া গণহত্যার স্বীকৃতি পেতে ১০০ বছর লেগেছে। আশা করি, বাংলাদেশের ক্ষেত্রে অত সময় লাগবে না। আমরা ফিরে গিয়ে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। যাতে ডাচ পার্লামেন্ট এ ব্যাপারে পদক্ষেপ নেয়। আমরা ডাচ ও ইউকে মিডিয়ার সঙ্গেও কথা বলব। প্রয়োজন হলে আবার বাংলাদেশে আসব।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সূচনা বক্তব্য দেন যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। আরও বক্তব্য দেন জেনোসাইড স্টাডিজের অধ্যাপক ড. অ্যান্থনি হল্সল্যাগ, ফ্রেন্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ডপ্রাপ্ত যুক্তরাজ্যের সিনিয়র সাংবাদিক এবং জেনোসাইড গবেষক ক্রিস ব্ল্যাকবার্ন, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইবিএফ) নেদারল্যান্ডস শাখার সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়া, ইবিএফ-যুক্তরাজ্য শাখার সভাপতি আনসার আহমেদ উল্লাহ। সালাহউদ্দিন মো. রেজা বলেন, বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি একটি গ্লোবাল ইস্যু। এ ব্যাপারে ইবিএফ’র ভূমিকা প্রশংসনীয়। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর