প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/Screenshot_20-700x390.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী কক্সবাজারের প্রকল্প এলাকায় স্থানীয় জনগণের লবণ উৎপাদনের পর যে লবণাক্ত বর্জ্য পানি আসে, তা থেকে পানযোগ্য পানি উৎপাদনের পন্থা অন্বেষণে জাইকা কর্মকর্তাকে অনুরোধ করেন।
এ প্রস্তাবের প্রশংসা করে জাইকা কর্মকর্তা বলেন, এটা সম্ভব। প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক নজরুল ইসলাম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।