বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল আমবাগ প্রিমিয়ার লীগের ফাইনাল মুখোমুখি হবে জে আর সুপার কিংস এবং অলস্টার ক্রিকেট টীম কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকী পালন  শার্শায় সত্য নারায়ণের মাঘী পূর্ণিমা গঙ্গা স্নান ও বাৎসরিক পূজা অনুষ্ঠিত গাজীপুরে ইয়াবাসহ আন্ত:জেলা নারী মাদক কারবারি আটক যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার-৫ কুড়িগ্রাম সদরে ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন  বিএনপি’র নেতার অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমান আদালত! প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ তিস্তা মহাপরিকল্পনাসহ ১২ দফা বাস্তবায়নের দাবি! নাটোরে বিএসটিআইয়ের অভিযানে বেকারি কারখানাকে জরিমানা গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

লালমনিরহাটে নৌকা প্রত্যাশী হওয়ায় মন্ত্রীর সামনে আ’লীগ নেতা ঝেটিয়ে বিদায়

আশরাফুল হক, লালমনিরহাট: / ৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

লালমনিরহাট ২ আসনের নৌকা প্রতীক প্রত্যাশী হওয়ায় সমাজকল্যান মন্ত্রীর সামনে বর্ধিত সভা থেকে নজরুল ইসলাম মৃধা নামে এক নেতাকে পিটিয়ে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ জুলাই) বিকেলে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। লাঞ্চিত নজরুল ইসলাম মৃধা টানা দুই বারের উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা। তিনি একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে বর্ধিত সভার আয়োজন করে আদিতমারী উপজেলা আওয়ামীলীগ। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বর্ধিত সভা আরাম্ব হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহম্মেদ।

বর্ধিত সভা চলাকালিন হঠাৎ কতিপয় নেতাকর্মী মঞ্চে মন্ত্রীর পিছনে বসে থাকা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম মৃধাকে টেনে হেচরে মারপিট দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয়। এ সময় তুমুল হট্টগোল বাঁধে। পুলিশী হস্তক্ষেপে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামকে বাহিরে নেয়া হয়। এতে তার মুজিব কোর্ট ছিড়ে দেয়া হয় এবং বেধম মারপিটও করা হয় বলে লাঞ্চিত নেতা নজরুল ইসলাম মৃধা অভিযোগ করেন।

তাৎক্ষনিক উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ঘটনার ব্রিফিং দেয়ায় পুনরায় ওই নেতাকর্মীরা নজরুল ইসলাম মৃধাকে ধাওয়া দিলে তিনি স্থানীয় পুলিশ সদস্যের বাসায় ঢুকে রক্ষা পান।

লাঞ্চিত আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মৃধা সাংবাদিকদের বলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হিসেবে দাওয়াত পেয়ে বর্ধিত সভায় মন্ত্রীর পিছনের আসনে বসেছিলাম। হঠাৎ মন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজানের নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল হাইব্রীড নেতাকর্মী মন্ত্রীর সামনে আমাকে পিটিয়ে মুজিব কোর্ট ছিড়ে দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে।

বর্ধিত সভার বিষয়টি গনমাধ্যমকর্মীদের ব্রিফিং করায় দ্বিতীয় বার আক্রম করে। নৌকা প্রত্যাশী হয়ে পোষ্টার সাটিয়ে গনসংযোগ করেছি। এটাই আমার অপরাধ। নৌকার মালিক শেখ হাসিনা। আমি চাইতেই পারি, দেয়ার মালিক প্রিয় নেত্রী। এ কারনে মন্ত্রী মহোদয়ের সামনে তার এপিএস মিজান আমাকে পিটিয়েছে। বিষয়টি সিনিয়র নেতাদের অবগত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সমাজকল্যান মন্ত্রী ব্যাক্তিগত সহকারী কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজান এ বিষয়ে মোবাইলে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

বর্ধিত সভার সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, কতিপয় নেতাকর্মী আপোষে নজরুল ইসলাম মৃধাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়েছে। তবে হলরুমে হট্টগোল হয়নি। হলে বাহিরে হতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর