শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক যশোর ঝিকরগাছা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ‎ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জন ভোগান্তি সলঙ্গায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুর, থানায় মামলা যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লো গাছ

মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মাদক মামলায় আটক

রিপোর্টারের নাম : / ৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭-নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলামকে মাদক মামলায় আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার কুলাঘাট বাজার থেকে মাদক সম্রাট আনারুল ইসলামকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের (নওদাবস) ভোলার চওড়া এলাকার মৃত আনছার আলীর ছেলে আনারুল ইসলাম। তিনি দীর্ঘ দিন থেকে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে ও সাধারণ সম্পাদকের পদ ব্যবহার করে বিভিন্ন প্রকার মাদক ব্যবসা করে আসছে। সাম্প্রতিক সময়ে গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে সদর থানা পুলিশ আনারুলের বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। কিন্তু আনোয়ারুল সে সময় বাড়ি থেকে কৌশলে পলিয়ে যায়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত শনিবার ৭ অক্টোবর রাত ১ টায় সদরের কুলাঘাট বাজার এলাকায় পুলিশের হাতে আটক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এবং সাধারণ সম্পাদকের পদ ব্যবহার করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় আনারুল। মাদক, জুয়াসহ এলাকায় ত্রাসের রাজত্ব শুরু করেন তিনি।

মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হাবিব বলেন, আমি সাংগঠনিক কাজে জেলার বাহিরে অবস্হান করছি এবং বিষয়টি আমার জানা নেই।

মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব বলেন, বিষয়টি আমি শুনেছি, মাদক মামলায় জড়িত থাকলে তিনি সাংগঠনিক কোন দায়িত্ব ও সাংগঠনিক কোন কাজে অংশগ্রহণ করতে পারবে না। আমরা শীঘ্রই তার বিরুদ্ধে বসে সিদ্ধান্ত গ্রহন করবো।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর