ভাঙ্গুড়া মন্ডতোষ প্রতিভা শিল্পী গোষ্ঠী ও সাহিত্য পরিষদের সভাপতিকে বিদায় সংবর্ধনা
পাবনার ভাঙ্গুড়ায় মন্ডতোষ প্রতিভা শিল্পী গোষ্ঠী ও সাহিত্য পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্বপরিবারে আমেরিকা যাওয়া জনিত কারণে মোঃ ময়নুল হাসানকে
প্রতিভা শিল্পী গোষ্ঠী ও সাহিত্য পরিষদ কার্যালয়ে সোমবার (২ অক্টোবর) রাত ১০টায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।মন্ডতোষ প্রতিভা শিল্পী গোষ্ঠী ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক মোঃ শামীম হোসেন আরিফ,যুগ্ম আহব্বায়ক মোঃ সুমন বাবু, ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোঃ লোকমান হোসেন,মন্ডতোষ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বর মোঃ সাগর আহমেদ,মিনা নজরুল শিক্ষা একাডেমীর পরিচালক মোঃ মিজানুর রহমান, যুবলীগ নেতা মোঃ শের মাহমুদ, ছাত্রলীগ নেতা মোঃ খায়রুল ইসলাম, মোঃ আরিফ হোসেন,সুমন, মন্ডতোষ প্রতিভা শিল্পী গোষ্ঠী
ও সাহিত্য পরিষদের সদস্য মোঃ আসলাম আলী (জুয়েল), মোঃ শাহিন আলম, মোঃ আল মামুন (বাবু), মোঃ বুলবুল আহমেদ (বাকি) প্রমূখ। এসময় মন্ডতোষ প্রতিভা শিল্পী গোষ্ঠী ও সাহিত্য পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে মন্ডতোষ প্রতিভা শিল্পী গোষ্ঠী ও সাহিত্য পরিষদের বিদায়ী প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ময়নুল হাসান পরিষদের সকল সদস্যকে মাদক থেকে দূরে থাকতে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান করতে অনুষ্ঠানের অধিকাংশ অর্থ সে ব্যয় করবেন বলে ঘোষণা করেন। শুধু তাই নয় মন্ডতোষ প্রতিভা শিল্পী গোষ্ঠী ও সাহিত্য পরিষদের নিজস্ব জায়গা ক্রয় করতে অর্থ সহযোগিতা করবেন। পরিশেষে মোঃ মাহমুদুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে সভা শেষ করেন।