শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক যশোর ঝিকরগাছা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ‎ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জন ভোগান্তি সলঙ্গায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুর, থানায় মামলা যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লো গাছ

গাজীপুরে ৪৬২টি মন্ডপে পূজার আয়োজন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে  এ ধর্মীয় উৎসব শুরু হবে। তাই গাজীপুরের ৪৬২টি মন্ডপে চলছে দেবী বন্দনার প্রস্তুতি।  অনেক মন্ডপে দেবীর প্রতীমায় রংতুলীর আচড় কেটে জীবন্ত করে তোলা হয়েছে । গাজীপুর জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।
গাজীপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী  গাজীপুর মহানগরীতে ১২০টি, কালিয়াকৈর উপজেলায় ১৩৭টি, গাজীপুর সদর উপজেলায় ২৬টি, শ্রীপুরে ৫৯টি, কাপাসিয়ায় ৬৮টি এবং কালীগঞ্জে ৫২টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সব বিষয় বিবেচনায় রেখে জেলার সকল পূজা মন্ডপের শান্তি, শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় পূজা-নির্বিগ্ন ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার জন্য গ্রাম পুলিশ, আনসার ও পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবে। পূজা আয়োজক কমিটি এবং গাজীপুর জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাগণও নিরাপত্তা বিষয়গুলো দেখাশোনা করবে।
সনাতন ভক্তরা জানান, ষষ্ঠী পূজার দিন, ২০ অক্টোবর থেকে আনুষ্ঠানিক পূজা শুরু হবে। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজা শেষ হবে। এবারের পূজায় কৈলাশ থেকে দেবী দুর্গা ঘোড়ায় চড়ে ধুলা ওড়িয়ে রণ ভঙ্গিতে মর্ত্যে আগমন করবেন। আবার ঘোড়ায় চড়েই তিনি গমন করবেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. সুদীপ কুমার চক্রবর্তী বলেন, সকল মন্ডপে প্রতীমা তৈরীর কাজ শেষ হয়েছে। কয়েকটি মন্ডপকে ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হলেও জেলার সর্বত্র আমাদের প্রস্তুতি সন্তোষজনক আছে। জেলা প্রশাসন ও পুলিশ নিরপাত্তার সব ব্যবস্থা নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর