বেড়ায় নানার বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল সামিয়া
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/GridArt_20231105_164915784-700x390.jpg)
এস আর শাহ্ আলম বেড়া (পাবনা):
বেড়া উপজেলার পেচাকোলা গ্রামে নানা মফিজ মোল্লার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল সামিয়া (৪) নামের এক শিশু কন্যা।
স্থানীয়রা জানান, আজ রোববার দুপুরে পেচাকোলা নলবন নামক আঞ্চলিক সড়কে ঘাস বোঝাই একটি করিমনের চাকায় পিষ্ট হয়ে উপজেলার কৈটোলা ইউনিয়নের জয়নগর গ্রামের সাইফুল ইসলামের চার বছরের শিশুকন্যা সামিয়া মাথায় গুরুতর আঘাত পেলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন শিশুটিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকেই গাড়ি চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছেন।
এস আর শাহ্ আলম।