বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু

ভাঙ্গুড়ায় অবরোধ প্রতিরোধে আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনাঃ / ১৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ অবরোধ ও নাশকতা কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। রোববার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পাবনা -৩ এর সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের নির্দেশনায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে শতাধিক আ’লীগের নেতাকর্মীরা এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘জামায়াত-শিবির-রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিতে থাকে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি মোঃ আসলাম আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রঞ্জু, মোঃ ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর হাসিনুর রহমান বাবু,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওমর ফারুক রানা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ গোলাম মুর্তজা সুজন, যুগ্ম আহব্বায়ক মোঃ শামীম হোসেন আরিফ,পৌর যুবলীগের সভাপতি মোঃ সুমন আলী, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি ও যুবনেতা প্রভাষক হেলাল উদ্দিন খান উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লবসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ঔ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যরা বলেন, বিএনপি ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এদের মধ্যে একজন মারা গিয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড হতাশার সৃষ্টি করছে। তাদেরকে আর সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।আসন্ন নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর