বেড়ায় একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যােগে ঢেউটিন বিতরণ
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/387561862_1450888605594410_867732336491667268_n-700x390.jpg)
এস আর শাহ্ আলম বেড়া (পাবনা) : উপজেলার মোহনগঞ্জ বাজারে অবস্থিত একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “একতা বন্ধু উন্নয়নফাউন্ডেশ” এর উদ্যােগে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া পৌর এলাকার বড়শিলা “রওজাতুস সুন্নাহ আল আরাবিয়্যাহ হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং ” এ নতুন ঘর নির্মাণের জন্য ৪০ পিচ ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় উক্ত মাদ্রাসার সুপার মুফতি মো.দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন,মাদ্রাসায় পরিত্যক্ত জায়গায় একটি ঘর তৈরিতে এই ফাউন্ডেশন ঢেউটিন বিতরণ করায় নতুন শিক্ষার্থীদের স্থান সংকলন হওয়া সহ শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে এই ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আশা ব্যক্ত করেন আগামীতে তাঁদের এই সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.রাশেদ হোসেন, সহ- সভাপতি মো.মেহেদী হাসান, অর্থ সম্পাদক মো.রাশিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সহ অর্থ সম্পাদক সাব্বির হোসেন রাজা, মোশাররফ হোসেন, ইয়াছিন আরাফাত প্রমুখ।