বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

লালমনিরহাট সদর আসন নৌকা প্রত্যাশী অ্যাডঃ মতিয়ার রহমানের সমর্থনে গণমিছিল!

আশরাফুল হক, লালমনিরহাট: / ১৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

লালমনিরহাট (সদর)-৩ আসনে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমানের সমর্থনে জেলার বিভিন্ন স্তরের অন্তত ১০ হাজার আওয়ামীলীগের নেতাকর্মী বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ আশরাফ হোসেম বাদল, অ্যাডঃ নজরুল ইসলাম রাজু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলামের নেতৃত্বে বের হওয়া এই মিছিলে জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন ইউনিয়নের অন্ততঃ ১০ হাজার নেতাকর্মী অংশ নেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নৌকা প্রতিক প্রত্যাশী অ্যাডঃ মতিয়ার রহমানের পক্ষে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়ে বক্তব্য দেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বলেন, লালমনিরহাটে আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অ্যাডঃ মতিয়ার রহমানের বিকল্প নেই। অ্যাডঃ মতিয়ার রহমান আওয়ামিলীগের মনোনয়ন পেলে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে নৌকার পক্ষে কাজ করবে এবং সদর আসনে নৌকা প্রতীক বিজয়ী হবে। এতে লালমনিরহাট-৩ আসনটি বাংলাদেশ আওয়ামিলীগের ঝুলিতে যুক্ত হবে। এসময় আওয়ামী লীগের সহ-সভাপতি, অ্যাডঃ নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী তপন, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির কবির, সাঃ সম্পাদক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশ, সম্পাদক আরিফ ইসলাম প্রমুক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর