কুড়িগ্রামে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
মোঃ বুলবুল ইসলাম-কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদরে উদ্দীপনের আঞ্চলিক অফিস কার্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আয়োজনে আলোচনা সভা, কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উদ্দীপন রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব সরকার (রাজু), উপজেলা সমাজ সেবা অফিসার এস এম হাবিবুর রহমান, উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুল হক শামীম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্দীপনের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্দীপন রংপুর জোনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঃ আজিজ।