বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

গাজীপুর-১ ট্রাক প্রতীক নিয়ে লড়বেন রেজাউল করিম রাসেল

স্টাফ রিপোর্টারঃ / ৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাসেল পেয়েছেন ট্রাক প্রতীক। এ আসন থেকে তিনি নৌকার মাঝি হতে চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক পাওয়ার পর রেজাউল করিম রাসেল সাংবাদিকদের বলেন,গাজীপুর-১ আসনে একক স্বতন্ত্র প্রার্থী আমি ট্রাক প্রতীক পেয়েছি। আজকে থেকে প্রচার অভিযানে নামবো। আমি বিশ্বাস করি গাজীপুর ১ আসনের মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন,ইতিমধ্যে কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী, কাশিমপুর এবং বাসন এলাকায় পরিবর্তনের হাওয়া লেগেছে।

তিনি আরো বলেন,গাজীপুর ১ আসনের মানুষ আমাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠালে আমি গাজীপুর ১ আসনকে একটি শান্তি প্রিয়,শান্তির শহর চাঁদাবাজ, নেশাখোর, নেশার যে অবাদ বিচরণ সেগুলো বন্ধ করে প্রধানমন্ত্রীর যে ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করাই হবে আমি রেজাউল করিমের দায়িত্ব এবং কর্তব্য।

এছাড়াও গাজীপুর-১ আসন থেকে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি), তৃণমূল বিএনপি থেকে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, জাতীয় পার্টি থেকে এম এম নিয়াজ উদ্দিন,বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে মো.সফিকুল ইসলাম, ইসলামী ঐক্য জোট থেকে ফজলুর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে মো.আর্শেদুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে স্থানীয়রা বলছেন,মূলত লড়াই হবে বাংলাদেশ আ.লীগ থেকে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম মোজাম্মেল হক এর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মো.রেজাউল করিম রাসেলের।

উল্লেখ্য গাজীপুর-১ আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নাম্বার ওয়ার্ড থেকে ১৮ নাম্বার ওয়ার্ড এলাকা অর্থাৎ গাজীপুর মহানগরীর বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮৫২ জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৬ হাজার ৩৪৪ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩লাখ ৪৯ হাজার ৫০৮। এ আসনের কালিয়াকৈর উপজেলা এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪৪৭ জন এবং গাজীপুর মহানগরী এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪০৫ জন। ভোট কেন্দ্র সংখ্যা ২৩৭টি, বুথ সংখ্যা হলো ১৫১২টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর