শিরোনামঃ
প্রতীক বরাদ্দের দ্বিতীয় দিনে প্রচারণায় ব্যস্ত রেজাউল করিম রাসেল
নির্বানী প্রতীক পাওয়ার দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল থেকে গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল তার নির্বাচনী প্রচারণা সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে শুরু
করেছেন। এর আগে এ স্বতন্ত্র প্রার্থী রাসেল শতশত নেতাকর্মী নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় নিজের ট্রাক প্রতীকে ভোট চেয়ে
একটি শো ডাউন করেন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, গাজীপুর-১
আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের তোফায়েল আহমেদ দুলাল, হারুণ অর রশিদ, আজাদ কামাল স্বপন প্রমুখ।
দিনব্যাপি এ স্বতন্ত্র প্রার্থী রাসেল উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা, সফিপুর বাজার, সফিপুর পূর্বপাড়া এলাকায় গণসংযোগ করেন। এসময় এ প্রার্থীর
সাথে শত শত নেতাকর্মী ট্রাকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারের কাছে ভোট প্রার্থনা করেন।
গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক রেজাউল করিম রাসেল বলেন, প্রতীক পাওয়ার পর দ্বিতীয় দিন সকাল থেকে ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারনা শুরু করেছি। আমি প্রত্যাশা রাখি নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যদি ক্ষমতার অপব্যবহার না করে তাহলে এক লাখ ভোট বেশি পেয়ে গাজীপুর-১ আসন দেশ নেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর