বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ

গাজীপুর-১ আসনে ভোটারদের দ্বারে দ্বারে নৌকা ও ট্রাক প্রার্থী 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১আসন কালিয়াকৈর উপজেলা এবং সিটি করপোরেশন এর আংশিক নিয়ে গঠিত। এই আসনে বাংলাদেশ আ.লীগ সমর্থিত নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কালিয়াকৈর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাসেল প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) কোনাবাড়ী এম এ কুদ্দুছ উচ্চ বিদ্যালয় জামে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে প্রচারণা শুরু করেন নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  পরে তিনি কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এক পথসভায় মন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছরে কারো কোনো ক্ষতি হবে এমন কোন কাজ করিনাই। সব সময় জনগনের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলে এই অবহেলিত সিটি করপোরেশন এর জন্য প্রায় ৮ হাজার কোটি টাকা বরাদ্দ এনে দিয়েছি। সিটি করপোরেশন এখনো মানুষের সব সেবা দিতে পারেনি উল্লেখ করে মন্ত্রী বলেন,যেই সমস্ত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে সিটি করপোরেশন এর এলাকার মানুষ যাতে করে আরো উন্নত জীবন যাপন করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি আব্দুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এম এসহ কোনাবাড়ী থানা আ.লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে সকাল ১০ টায় গাজীপুরের কাশিমপুরে ১ নং ওয়ার্ডে  শিবরামপুর গায়েনবাড়ি এলাকা থেকে  গণসংযোগ ও পথসভা শুরু করেন  ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো রেজাউল করিম রাসেল। পরে তিনি পর্যায়ক্রমে কাশিমপুর থানার ৬ টি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি বলেন, ট্রাক প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান। এলাকার উন্নয়নের লক্ষে জনগণের পাশে থেকে কাজ করে যাবেন বলে জানান তিনি। গণসংযোগ ও পথসভায় এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন এর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, কাশিমপুর থানার স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক আশারাফুল আলম (আসকর), ছাত্রলীগ নেতা সায়মন সরকার,
মো:সোলায়মান হোসেনসহ আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর