বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

এলাকাকে মাদক-সন্ত্রাসমুক্ত করতে নৌকায় ভোট চাইলেন যুব প্রতিমন্ত্রী রাসেল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

মাদক ও সন্ত্রাসমুক্ত করতে নৌকা মার্কায় ভোট চাইলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে প্রতিমন্ত্রী এবারও নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন।
শনিবার বিকেলে গাজীপুর মহানগরের গাছা এলাকায় এক পথসভা এবং মাদক বিরোধী  র্যালীতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী ওইসব কথা বলেছেন। তিনি বলেন, আমি  সকলের সহযোগিতা নিয়ে এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চেষ্টা করেছি, আগামীতেও কাজ করতে চাই। আমার বিশ্বাস সার্বিক উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা পাবো।  আমি কখনও কারো প্রতি অত্যাচার করিনি, জুলুম করিনি, কখনো মাদক স্পর্শ করিনি, সন্ত্রাসকে সমর্থন করিনি এবং কারো এক কাঠা জমি দখল করিনি।
ভবিষ্যতে এলাকা থেকে সকল অন্যায় দূরীভূত করতে এবং মাদক  ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যুবকদের সঙ্গে নিয়ে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এজন্য তিনি এলাকাবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট ও সমর্থন চেয়েছেন।
এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  এড. আজমত উল্লা খান,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  কাজী ইলিয়াস আহমেদ,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল্লাহ,  গাছা থানা আওয়ামীলীগের সভাপতি এড: মহি উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাজী আদম আলী,  আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল, কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, হাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু,  সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ প্রমুখ।গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের এ প্রার্থী ছাড়াও নয় জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দিতা হবে আওয়ামী লীগের প্রার্থী মোঃ জাহিদ হাসান রাসেলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাজী আলিমুদ্দিন বুঁদ দিনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর