বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

গাজীপুর-২ আসনে কেন্দ্র গুলোতে ভোটার সংখ্যা কম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। গাজীপুর ২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম।

রোববার ৭ জানুয়ারি কাজী আজিম উদ্দিন কলেজ, রানী বিলাসমনি সরকারি প্রাথমিক  বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। দুই একটি কেন্দ্রে দুই চার জন ভোট দিতে এসেছেন।
এর আগে সকল সাতটার দিকে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর  এজেন্টের কেন্দ্রে ঢুকতে দেখা যায়।
শীতের সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার  অফিসার গোলাম মোস্তফা সুমন। তিনি বলেন, ১ ঘন্টায় ৭০ টি ভোট পড়েছে।
গাজীপুর ২ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে  যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল,বাংলাদেশ তৈরিতে ফেডারেশন সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার,জাতীয় পার্টি মোঃ জয়নাল আবেদিন , বাংলাদেশ কংগ্রেস থেকে রেহেনা আক্তার রিনা,ন্যাশনাল পিপলস পার্টি থেকে কাজী হাসিবুর রহমান রাব্বি,বাংলাদেশ সুপ্রিম পার্টি  থেকে এস এম জাহাঙ্গীর আলম, ইসলামিক ফন্ট বাংলাদেশ থেকে মোঃ আমির হোসাইন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী) এবং গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কাজী আলিমুদ্দিন (স্বতন্ত্র)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর