বেড়া প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি নির্মল, সম্পাদক ওসমান
গত ২৯ নভেম্বর বেড়া প্রেসক্লাবের সভাপতি সরকার আরিফুর রহমান মৃত্যু বরন করায় উক্ত পদটি শূন্য হয়ে পড়ে। কমিটির সভাপতি নির্বাচন করার লক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই সদ্য প্রয়াত সভাপতি আরিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সহকর্মী বসন্ত দাস আলোচনা শুরু করেন। ক্লাবের সদস্যরা আলোচনা সভায় অসহায় মানুষের কথা সামাজিক উন্নয়ন এবং সাংবাদিকদের দেশ, সমাজ ও জনগণের প্রতি দায়বদ্ধতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বেড়া প্রেসক্লাবকে উন্নত ও গতিশীল করতে সভাপতি নির্বাচিত এবং পূর্বের কমিটি পূঃর্বিন্যাস করে একটি পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব করা হয়।নির্মল কুমার সরকার সভাপতি (দৈনিক নতুন বিশ্ব বার্তা) বসন্ত দাস সহ – সভাপতি ( দৈনিক ভোরের দর্পণ) ওসমান গনি সাধারণ সম্পাদক ( দৈনিক আমার সংবাদ ও খোলা কাগজ)শরিফুল ইসলাম যুগ্ম সাধারন সম্পাদক( বিডিসি ক্রাইম বার্তা) ফেরদৌস হাসান সাংগঠনিক সম্পাদক (দৈনিক লাখো কন্ঠ) ইয়ামিন আলি কোষাধ্যক্ষ(দৈনিক সালাম বাংলাদেশ) সরকার আরিফ ইফতেখার দপ্তর সম্পাদক (দৈনিক কালবেলা) এস আর শাহ্ আলম সাহিত্য সম্পাদক ( দৈনিক সময়ের আলো ও জনবাণী) আলমগীর কবির পল্লব তথ্য গবেষণা সম্পাদক ( এশিয়ান টিভি) খায়রুজ্জামান কামাল কার্যকারী সদস্য, সিনিয়র রিপোর্টার ( বাসস),টি আই আরিফ কার্যকরী সদস্য , ( দৈনিক সংবাদ চর্চা) ওমর সরকার কার্যকরী সদস্য, (প্রকাশক ও সম্পাদক দৈনিক এ যুগের দ্বীপ) মো.আমানত হোসেন কার্যকরী সদস্য,(দৈনিক পাবনার চেতনা) উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক শুশিল কুমার দাস, প্রতিষ্ঠাতা সভাপতি, আ. ফ. ম .আব্দুস সামাদ, সাবেক সভাপতি, মো. শহিদুল ইসলাম সাবেক সভাপতি, মো.মঈনুদ্দিন লোদী (দৈনিক ইছামতি)।