রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ওসির অপসারণের দাবিতে মানববন্ধন, হামলায় পুলিশসহ আহত ৫ জন রংপুরের তারাগঞ্জে সাংবাদিক নাজিমের ওপর সন্ত্রাসী হামলা! লালমনিরহাটের আলোচিত হাসিনার কাটা মাথা উদ্ধার গ্রেপ্তার-১ ‎পঞ্চম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়তে এসে শিক্ষক কর্তৃক ধর্ষনের স্বীকার জামিয়া উসমান গণী (রা.) মাদরাসার শিক্ষার্থীদের বিভাগীয় কৃতিত্ব যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন কাজিপুরে বালু নিংড়ানো পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু  ভারতীয় ৬ পাসপোর্টধারী ভ্রমণ কর জালিয়াতির অভিযোগ আটক যশোর সীমান্তে এক মাসে ৫ কোটি ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নবদূত যুব উন্নয়ন ক্লাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

মিসবাহ ইরান

কক্সবাজার অন্তর্গত মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী নবদূত যুব উন্নয়ন ক্লাব এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উক্ত ক্লাবের সাবেক সহকারী পরিচালক বাবু দিলীপ কুমার শীল এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ই এপ্রিল) মহেশখালী কালারমারছড়া বাজার মধুপুর দরবার মার্কেট হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নবদূত যুব উন্নয়ন ক্লাব এর সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সাঈদি এর সঞ্চালায়নে নজরুল ইসলাম এর কুরআন তেলওয়াত এর মাধ্যমে উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন নবদূত যুব উন্নয়ন ক্লাব এর সম্মানিত সভাপতি আলাউদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদূত যুব উন্নয়ন ক্লাব এর প্রতিষ্ঠাতা ও নজু মিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব এর সম্মানিত উপদেষ্টা ও ইবনেসিনা ফার্মাসিক্যাল লিমিটেড এর এরিয়া ম্যানেজার আবু রাশেদ মোহাম্মদ ফয়সাল।

নবদূত যুব উন্নয়ন ক্লাব এর প্রতিষ্ঠাতা শিক্ষক শফিউল আলম বলেন, ক্লাব এর ঐতিহ্যকে ধরে রেখে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার। পূর্বে বৃক্ষরোপণ, ব্লাড ডোনেশন ও সমাজের ২৫০ অসচ্ছল পরিবারকে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে প্রমাণ করেন নবদূত যুব উন্নয়ন ক্লাব খেলাধুলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তাছাড়া সহকারী পরিচালক বাবু দিলীপ কুমার শীল এর অবদান অপরিসীম ভূমিকা আছে এই ক্লাবে। তিনি ক্লাবের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন।

নবদূত যুব উন্নয়ন ক্লাব এর সম্মানিত সভাপতি আলাউদ্দিন বলেন, বিজয় দিবস ট্রপির আয়োজন এর মাধ্যমে আমরা ক্লাবকে আরও সুসংগঠিত করবো এবং সকল সদস্যদের সাথে নিয়ে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনবো। তাছাড়া নবদূত এর ব্যানারে প্রত্যেক বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে।

উপদেষ্টা আবু রাশেদ মোহাম্মদ ফয়সাল বলেন, নবদূত যুব উন্নয়ন ক্লাব এর সকল সদস্য আমরা ঐক্যবন্ধ হয়ে সামনে এগিয়ে যাবো। সমাজে সুনামের সাথে কাজ করে যাবে।১৯৯৭ সালের ৪ঠা এপ্রিল প্রতিষ্ঠা হওয়ার পর অদ্যবধি পর্যন্ত গৌরব ধরে রাখতে সক্ষম হয়েছে আমাদের নবদূত যুব উন্নয়ন ক্লাব।

ক্লাব এর সাধারণ সম্পাদক এস. এম. এরফানুল হক তারেক বলেন, আমাদের যৌবনের প্রথম প্রেম ছিলো নবদূত যুব উন্নয়ন ক্লাব। প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে আমরা ক্লাবের সকল সদস্য মিলেমিশে এখনও আছি। কতো ক্লাব এসে গেলো কিন্তু আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর যেমন ছিলো এখনও তেমন আছে।

নবদূত যুব উন্নয়ন ক্লাব এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্লাবের সহকারী পরিচালক বাবু দিলীপ কুমার শীল এর স্মরণসভায় বক্তব্য রাখেন নবদূত যুব উন্নয়ন ক্লাব এর সহ-সাধারণ সম্পাদক মুন্তাসির মামুন, অর্থ- সম্পাদক কামরুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল মোস্তাফা জুয়েল, সমাজসেবা ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম ছোটন, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন ইরান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী এবং কার্যকরী সদস্য নুরুল কবির,

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব এর উপদেষ্টা শাহেদুল হক শিমূল, উপদেষ্টা দেলোয়ার হোসেন সাঈদি, সিনিয়র সদস্য মোস্তাকিম মাহমুদ ও জসিম উদ্দিন। প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মরণসভায় শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর