তীব্র তাপদাহ,গাজীপুরে এক দিনে ২৩ ডায়েরিয়া রোগি ভর্তি
নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
প্রচন্ড গরমে গাজীপুরের কালিগঞ্জ, টংগী ও শ্রীপুরে এক দিনে ২৩ জন ডায়েরিয়া রোগি ভর্তি হয়েছে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮ জন ও টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৫ জন, শ্রীপুরে ১০ জন রোগী ভর্তি করানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিক্যাল অফিসার।
সোমবার (২২ এপ্রিল) রাত ৮ টার সময় এসব তথ্য জানান, গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদা আক্তার।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মনজুর ই এলাহী বলেন, গত এক সপ্তাহে ডায়রিয়া রোগীদের বেশীরভাগই মধ্যবয়সী ও বয়স্ক মানুষ। পানিশূন্যতাসহ তাপদাহের কারণে তারা অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন।
হঠাৎ করে আজ সকাল থেকে সর্বোচ্চ ৮ জন রোগী ডায়রিয়া জনিত রোগে ভর্তি হন। তিনি বলেন, হাসপাতালে ৮ জন ছাড়াও আগে থেকেই ডায়েরিয়া রোগি ভর্তি রয়েছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মামুনুর রহমান বলেন, কাপাসিয়ায় ৫০ বেড এর হাসপাতালে ৭০ জন রোগি ভর্তি রয়েছে। রোগিদেরকে ফ্লোরে রাখা হয়েছে। আজকে ৯১০ জন রোগিকে বহি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদা আক্তার বলেন, গাজীপুরে একাধিক উপজেলায় ডায়েরিয়া রোগির প্রকোপ কিছু বেড়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন,পর্যাপ্ত সেলাইন ও ঔষধের ব্যবস্থা রয়েছে।