বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

স্বাস্থ্য বিভাগে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব

রিপোর্টারের নাম : / ৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য বিভাগে যেসব অনিয়ম অব্যবস্থাপনা, দুর্নীতি আছে অতিসত্বর আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ডাক্তার, নার্স ও স্টাফদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে, এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ পরিদর্শন শেষে গতকাল এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধুর মায়ের নামে গড়ে তোলা শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজে যেসব সমস্যা রয়েছে তা সমাধানের আশ^াস দেন মন্ত্রী। তিনি বলেন, জনবল নিয়োগসহ মেডিক্যাল চালু করতে সব ব্যবস্থা নেওয়া হবে। মেডিক্যাল কলেজ কেন এখনো পূর্ণাঙ্গ চালু হয়নি? কার কার গাফিলতি রয়েছে সেসব বিষয় অবগত করতে কাগজপত্র নিয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে আগামী তিন দিনের মধ্যে দেখা করারও নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের হলরুমে আয়োজিত মতবিনিময়সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের উপপরিচালক নিয়াজ মোহাম্মদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর