সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ শিশুদের অপুষ্টিজনিত, অন্ধত্ব প্রতিরোধ মৃত্যুর ঝুঁকি কমাতে সিরাজগঞ্জে আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মিদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ মে-২০২৪) বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন হল রুমে উক্ত প্রেস কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রাম পদ রায় এসময়ে তিনি তার বক্তব্যে বলেন- শিশুদের অপুষ্টিজনিত, অন্ধত্ব প্রতিরোধ মৃত্যুর ঝুঁকি কমাতে ৫৩৫৪২জন (৬-১১) মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ৪২৮১২৮ জন(১২-৫৯)মাস বয়সী শিশুদের একটি করে উচ্চতা ক্ষমতা সম্পন্ন লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ১ জুন ২০২৪ খ্রীঃ শনিবার সিরাজগঞ্জ জেলায় ১৫টি স্থায়ী ২১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৪৮১৬৭০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মৃত্যুর ঝুঁকি কমাতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
এ সময় মেডিকেল অফিসার ডাঃ রিয়াজুল ইসলাম সহ সিরাজগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।