সলঙ্গার রামকৃষ্ণপুর ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা
সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে ) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরো’র সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা শুরু হয়।
এসময় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ফরিদুল হক মিলন।
এতে আয় দেখানো হয়েছে,৪ কোটি ৯৯ লক্ষ ৯২ হাজার ৯৫ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ৬ শত ৯৪ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪ শত ১ টাকা।
এসময় উপস্থিত ছিলেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল,সাবেক সভাপতি মোক্তার হোসেন মল্লিক,রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষিলীগের সাধারণ সম্পাদক শওকত আলী স্বপন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সকল ইউপি সদস্য,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ/ সম্পাদকসহ রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ অংশ গ্রহণ করেন।
উম্মুক্ত বাজেট সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন মূলক খোলামেলা ভাবে বক্তব্য প্রদান করে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।