জয়পুরহাটে দৈনিক আমার সংবাদ পত্রিকার
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
দেশের বহুল প্রাচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকা সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জয়পুরহাট মডেল প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ গোলাপ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু ও বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুল হক সাজু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাই টিভির জেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রাব্বু হোসেন, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মশিউর রহমান খান,ণ দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রকেট, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি আবু রায়হানসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত সকলেই দৈনিক আমার সংবাদ পত্রিকা ও জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ গোলাপ হোসেন কে শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।