কাশিমপুরে চুরি,ডাকাতি যেন নিত্য দিনের সঙ্গী
নিজস্ব প্রতিবেদক- গাজীপুরের কাশিমপুরে চুরি, ডাকাতি, ছিনতাই যেন নিত্যদিনের সঙ্গী। গত একমাসের ব্যবধানে ৩টি বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। সবশেষ গতকাল রবিবার নগরীর সারদাগঞ্জ এলাকায় ‘গাজীপুর গ্যালাক্সি ইন্টাঃ স্কুল” এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘঠেছে। একের পর এক চুরি, ডাকাতি ও ছিনতাই এর ঘটনায় আতংকিত এলাকাবাসী।
গতকাল রাতে গ্যালাক্সি ইন্টাঃ স্কুলের অফিস কক্ষের তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এসময় বিদ্যালয়ের জন্য ব্যবহৃত সিসিটিভি ও তার ডিভাইসসহ ল্যাপটপ, সাউন্ড বক্স ,সিলিং ফ্যান এবং কিছু আসবাবপত্রও নিয়ে যায়।
প্রতিষ্ঠানের পরিচালক মাজহারুল ইসলাম প্রতীক জানান, চোরেরা রাতের আধারে স্কুলের বাউন্ডারি টপকিয়ে অফিস কক্ষের তালার জ্যাক ভেঙে রুমে ঢুকে জিনিস নিয়ে যায়। পরে বেরিয়ে যাওয়ার সময় ভেতর দিক থেকে আটকানো মূল গেটের তালার জ্যাক ভেঙে বাহিরে চলে যায়।
তিনি বলেন,এর আগেও জানালার গ্রিল কেটে আরো দুবার স্কুলে চুরি হয়। আগের দুটো ঘটনায় কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা পায়নি।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।