কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গণমাধ্যমকর্মিদের নতুন সংগঠন কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ) সন্ধ্যায় এক বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের প্রাথমিক পর্যায়ে জনপ্রিয় অনলাইন নিউজ সময়ের কণ্ঠস্বর এর সহ-সম্পাদক মো. রহমত উল্যাহকে আহ্বায়ক ও দৈনিক প্রতিদিনের কাগজের কোম্পানীগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান রুবেলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত উপজেলার এক ঝাক তরুণ সাংবাদিক উপস্থিত ছিলেন।
বৈঠকে সংগঠনকে গতিশীল করার পাশাপাশি গঠনমূলক সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করা হয়।