শিশু আসিয়া হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় শিশু আসিয়া হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদ জনতা।
শুক্রবার জুমার নামাজের পর বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ সহ সর্বসাধারণ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা শিশু আসিয়া হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে গেছে, যা সামাজিক অবক্ষয় ও আইনশৃঙ্খলার অবনতির লক্ষণ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের জামায়াত-সমর্থিত প্রার্থী মুহাম্মদ হোসেন আলী বলেন,শিশু আসিয়ার ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় জনগণ চুপ থাকবে না, আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।
আয়োজিত বিক্ষোভ সমাবেশ বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদে খতিব আব্দুর রহমান মাদানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় ৯ বছরের শিশু আসিয়া। গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয় এবং দুদিন লাইফ সাপোর্টে থাকার পর সে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে।