কৃষকের ধান কেটে দিলেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দল

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় কৃষকের ধান কেটে দিলেন ভাঙ্গুড়া উপজেলার কৃষক দলের নেতাকর্মীরা। রবিবার (১৮ মে) ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রীজ স্টেশনের পাশে হাড়পাড়া গ্রামের কৃষক শামসুল হকের জমিতে এই ধান কেটে দেন তারা। উপজেলা কৃষকদলের সভাপতি আখিঁরুজ্জামান মাসুমের উদ্যোগে প্রায় ৩০ জন নেতা কর্মী নিয়ে এ ধান কাটেন। কৃষকের পাশে কৃষক দল এই লক্ষ্যে উপজেলা কৃষক দলের সভাপতি আখিঁরুজ্জামান মাসুমের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলার কৃষকদের কৃষি বান্দব বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। পাশাপাশি তারা কৃষকের কল্যাণে কাজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় রবিবার প্রায় ৩০ জন নেতাকর্মীসহ উপজেলার হারো পাড়া এলাকার মাঠে কৃষকের জমিতে পাকা ধান কেটে দেন।
জানা যায়, জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী পরিত্যক্ত এই জমিটি ভাঙ্গুড়া কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধানের চাষ করে ছিলেন, আবহাওয়া অনুকূলে থাকায় নিয়মিত পরিচর্যা করায় ধানের বাম্পার ফলন ভাল হয়েছে। এই জমির ধান পরিপক্ক হলে উপজেলা কৃষকদলের সভাপতি আখিঁরুজ্জামান মাসুমের উদ্যোগে কৃষকের পাশে কৃষক দল এই লক্ষ্য বাস্তবায়নের নিমিত্তে প্রায় ৩০ জন নেতাকর্মীকে নিয়ে তিনি ধান কেটে দেন।
এ বিষয়ে উপজেলা কৃষকদলের সভাপতি আখিঁরুজ্জামান মাসুম বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সর্বদা কৃষকের পাশে রয়েছেন। সেই ধারাবাহিকতায় তারা ধান কেটে দিলেন। আগামীতেও এমন কর্ম কান্ড অব্যাহত থাকবে বলেও তিনি জানান।