সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরে কোচিং সেন্টারে ছাত্রীর অবিভাবকরা চড়াও শার্শা উপজেলায় প্রতিদিন ৬ কোটি টাকার আম বিক্রি হয় যে বাজারে কৃষকের ধান কেটে দিলেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দল কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত স্থল পথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা : বেনাপোল বন্দরে আটকে আছে ৩৬টি ট্রাক গার্মেন্টস পণ্য সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামলী কার্ড বিতরণে অর্থ নেয়ার অভিযোগ জনস্বার্থে ভয়েস অব কাজিপুরের ১১৫ টি নলকূপ স্থাপন  বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক লালমনিরহাটে গরু বাঁচাতে মা ছেলের মৃত্যু ধর্ষণ চেষ্টার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদীর বাড়ীতে অগ্নিসংযোগ প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে কোচিং সেন্টারে ছাত্রীর অবিভাবকরা চড়াও

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৮ মে, ২০২৫

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-
যশোর শহরের হক কোচিং সেন্টারে এক ছাত্রীকে নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকালে কোচিং সেন্টারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রীটির মা-বাবা ও স্থানীয় আরও প্রায় ১৫ থেকে ২০ জন অবিভাবক হক কোচিং সেন্টারে গিয়ে চড়াও হন। তারা পরিচালককে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করলে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা তাতে বাধা দেয়। একপর্যায়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশ এলাকার আরও অভিভাবক এবং স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। কিছু সময়ের জন্য উত্তেজনা চরমে পৌঁছে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার মধ্যস্থতায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কোচিং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি আপাতত স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

তবে অনেক অভিভাবক এবং সচেতন নাগরিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষী প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং কোচিং সেন্টারে শিশু সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “ঘটনাস্থলে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর