BATCH 94BD লোগো উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
এসো বন্ধু প্রাণের টানে, এই শ্লোগানকে সামনে রেখে,একটি অরাজেনৈতিক,সামাজিক এবং বন্ধুত্বের প্লাটফর্ম ১৯৯৪ সালের এসএসসি পাস করা বন্ধুদের সংগঠন BATCH 94BD এর লোগো উম্মোচন ও মিলন মেলা অনুষ্টান কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়।
৫ই আগষ্ট শুক্রবার দুপুর থেকে সারাদিন ব্যাপি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাস্থ আগ্রাবাদ বাদামতলী এলাকার জামানস হোটেলের চারতলায়,সারাদেশের প্রায় একশতাধিক এর বেশি স্কুলের ৯৪বন্ধুরা উপস্থিত হয়,ব্যচের বন্ধুরা বিভিন্ন স্মৃতি চারণ, প্যানেল পরিচিতি,মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বন্ধুদের বন্ধনকে মজবুত করার লক্ষ্যে দেশের সর্বস্তরের বন্ধুদের নিয়ে ভবিষ্যতে ৯৪ সালের এসএসসি পাশ করা অসহায় বন্ধুদের সহয়তা করার পরিকল্পনা করা হয়।উল্লেখ্য ৯৪ সকল প্লাটফর্ম এর প্রায় প্রত্যাক গ্রুপের বন্ধুদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব বহুল অংশে বেড়ে যায়,
উপস্থিত থেকে সম্নয় করেন এডমিন প্যানেল মেম্বার মোঃ জাহেদুল হাসান,মোঃ আলাউদ্দীন, সাইফুল ইসলাম আজাদ, গোলাম কিবরিয়া, মোঃ আলী হোসেন,ইয়াছিন সরকার,প্রফেসর মোরসেদ হোসেন,আরিফ জামান, রাসেদ হাজারি, সালাউদ্দিন আরিফ,সরওয়ার চৌধুরী রুবেল,,সাইফুদ্দিন শিবলী,ফোরকান উদ্দিন টিপু,হাবিবা হারুন,আনোয়ারা রিনু, রফিকুল আলম কামাল,এছাড়া ও উপস্থিত থেকে অনুস্ঠানে সুন্দয্য বৃদ্ধিতে সহায়তা করেন ৯৪ ব্যচের বিভিন্ন গ্রুপের প্যানেল এর এডমিন সহ শতশত ৯৪ বন্ধু।।