অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ অঞ্চলের নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ অঞ্চলের নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ভোরে সিরাজগঞ্জ শহরের এস. এস.রোডস্থ অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিজয় র্যালি প্রদর্শন শেষে বাজার স্টেশনে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ অগ্রণী ব্যাংক লিমিটেড কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস ২০২২ উদযাপন অনুষ্ঠানের নেতৃত্ব দেন ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক এসএম কামরুজ্জামান, সিরাজগঞ্জ নিউমার্কেট শাখার ব্যবস্থাপক এসপিও মোঃ লুৎফর রহমান, চান্দাইকোনা শাখার ব্যবস্থাপক মোঃ শফিজুল ইসলাম প্রমুখ । অন্যান্য ব্যবস্থাপকদের মধ্যে আহম্মেদ আল রাজী, মোঃ আলহাজ উদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, সুলতান মাহমুদ, পলাশ কুমার সাহা, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, অশোক কুমার ঘোষ সহ অন্যান্যগণ। এছাড়াও অফিসার সমিতি ও সিবিএ এর নেতৃবৃন্দসহ আরো অংশগ্রহণ করে সিরাজগঞ্জ অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।