বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায়

অনন্ত গার্মেন্টস এর আগুন নিয়ন্ত্রণের পর,মিললো শ্রমিকের লাশ 

গাজীপুর সংবাদদাতাঃ / ১৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ি শিল্পনগরীতে অনন্ত গার্মেন্টস নামে একটি পোষাক কারখানায় লাগা  আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতর থেকে ইমরান (৩০) নামে এক শ্রমিকের  লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত ইমরান কুমিল্লা জেলার লাকসাম থানার ভুমবাবাড়িয়া গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে।
আজ সোমবার( ৩০ অক্টোবর)  বিকেল ৫ টায়  কোনাবাড়ী কাশিমপুর রোডে অবস্থিত অনন্ত গার্মেন্টস লিমিটেড নামের প্রতিষ্ঠানে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। রাত ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১০ টায় কারখানার ভেতর থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার ( অপরাধ উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অগ্নিকান্ডের পর কারখানার ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার হয়। মৃত ব্যক্তি একজন শ্রমিক। তিনি বলেন,  লাশ উদ্ধার করে  গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আঃ সামাদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সরেজমিনে জানা যায়, বিকাল  তিনটার দিকে পার্শ্ববর্তী এম এম গার্মেন্টস এর শ্রমিকেরা ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে রাস্তা অবরোধ করে বিভিন্ন কারখানার শ্রমিকদের আন্দোলনে শরীক হতে বলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনরত শ্রমিকরা অনন্ত গার্মেন্টস এর সামনে এসে শ্রমিকদের নীচে নামতে বলে। এসময় অনন্ত গার্মেন্টস কর্তৃপক্ষ গেট লাগিয়ে দেয়। ফলে শ্রমিকরা বাইরে যেতে পারেনি। এসময় অনন্ত গার্মেন্টস এর শ্রমিকদের লক্ষ্য করে আন্দোলনকারী শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ক্ষিপ্ত হয়ে অনন্ত কর্তৃপক্ষ ছয়তলা ভবনের ছাদ থেকে আন্দোলনকারীদের উপর ইট পাথর নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এই ঘটনার পর আন্দোলনকারীরা অনন্ত গার্মেন্টসএর গেট ভেঙে ভেতরে ঢুকে কার্টুনে আগুন ধরিয়ে দেয়। এই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার তিনটি তলা পুঁড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
 এই বিষয়ে কথা বলতে অনন্ত গার্মেন্টস এর কোন কর্মকর্তাকে পাওয়া যায় নি। তবে শ্রমিকদের অভিযোগ,  একজন কর্মকর্তার নির্দেশে ছাদ থেকে ইট পাথর নিক্ষেপ কর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর