বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে হবে

রিপোর্টারের নাম : / ৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের পূর্ব শর্তই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তোলা। তাই অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।

গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে ‘স্মৃতি চিরঞ্জীব; স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন। ছোটবেলা থেকেই তার মধ্যে এই গুণটি ছিল।

তিনি মানুষকে ভালোবেসে তাদের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করে এ দেশ স্বাধীন করেছিলেন। এমনকি, নিজের জীবন দিয়ে তিনি এ দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর