রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

আরও ১৫ সেতুর টোল মওকুফ

রিপোর্টারের নাম : / ১৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে ২৫ জুন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের আরও ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (টোল অধিশাখা) উপসচিব ফাহমিদা হক খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন খুলনা জোনের আওতাধীন রূপসা নদীর ওপর নির্মিত খানজাহান আলী সেতু (রূপসা) ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীনমৈত্রী সেতু, কালনা ফেরি ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশে ফেরি ও সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে তিন সেতুর টোল আদায় না করার সিদ্ধান্ত জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মাওয়া রোডের বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয় ওই প্রজ্ঞাপনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর