শিরোনামঃ
ইজতেমায় কর্তব্যরত এসআই নিহত গ্রেফতার-২
বিশ্ব ইজতেমায় কর্তব্যরত এএসআই হাসানুজ্জামানকে বাসচাপায় হত্যার অভিযোগে চালক ও হেল্পারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে। টঙ্গীর মাছিমপুর এলাকায় গত ২ ফেব্রুয়ারি দুর্ঘটনার সময় এই পুলিশ কর্মকর্তা বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করছিলেন।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার বিমানবন্দর এলাকা থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অভিযুক্তদের গ্রেপ্তার করে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টা সময় ডিবি
(দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে
এসব তথ্য জানান,গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি, দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার
মোহাম্মদ নাজির আহম্মেদ খাঁন।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আন্দারিয়া পাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে (বাসের চালক) ফয়সাল আহমেদ (৩০) এবং মাগুরা জেলার মোহাম্মদপুর থানার যশোবন্তপুর গ্রামের মান্নাফ মোল্লার ছেলে
(হেল্পার) হাবিবুর রহমান (৩০)।
উপ-পুলিশ কমিশনার জানান,মানিকগঞ্জ জেলা পুলিশে কর্মরত এএসআই হাসানুজ্জামান বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দায়িত্ব পালন করছিলেন।
ওই সময় টঙ্গীর মাছিমপুর এলাকায় বাসচাপায় গুরুতর আহত হন তিনি। তাঁর সঙ্গে আমির হামজা নামের আরেক এসআইও গুরুতর আহত হন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসানুজ্জামান মারা যান। আমির হামজা এখনো চিকিৎসাধীন।
এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় সড়ক পরিবহন আইনে মামলা হলে আসামি হিসেবে গাজীপুর পরিবহনের বাসটি জব্দ এবং বাসের চালক ও হেল্পারকে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর