ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে জন্মবার্ষিকী পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এতে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে
মঙ্গলবার (১৮অক্টোবর) সদর উপজেলা ইসলামিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তমাল হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিকফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
এ সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম রাজু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন সহ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।