এক বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ নারী
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর এক বছর কারাভোগ শেষে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ফিরলেন চার বাংলাদেশী শিশু ও নারী। রবিবার (২ জুন) সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বিজিবিসহ অন্যান্য সংস্থার লোকজন উপস্থিত ছিলে
ফেরত আসা নারীরা হলেন :
১। মোছা: শাহিনুর(৩৪) পিতা:কুদ্দুস জেলা:নোয়াখালী
২।হাফসা মনি ( ৬) পিতা :জসিম জেলা:ঢাকা ।
৩। আখি (৩৫ ) পিতাঃ আলী আকবর জেলা: নারায়ণগঞ্জ
৪।নুপুর (৩৮)পিতা: মিজান মিয়া গ্রাম জেলা: বরিশাল।
১।নারী:০৩ জন।২। শিশু: ০১ জন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ফেরত আসা নারীরা কাজের সন্ধানে দুই বছর আগে ভারতের মহারাষ্ট্রে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করাকালে ওই দেশের পুলিশের কাছে আটক হয় তারা। আদালত তাদের এক বছরের সাজা দেয়। কারাভোগ শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসা চার বাংলাদেশী শিশু ও নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।