কর্মস্থলে না থাকলে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবার মান উন্নতি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। মতবিনিময় সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিকিৎসকরা কর্মস্থলে থাকেন না– এমন অভিযোগ আমিও পেয়েছি। আমি যদি চিকিৎসককে ভালোভাবে রাখতে না পারি, সুরক্ষা নিশ্চিত করতে না পারি– তাহলে তো হবে না। ভালো ব্যবস্থা করার পরও যদি কোনো চিকিৎসক কর্মস্থলে না থাকেন, তাহলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ আমাকে চিকিৎসক বানিয়েছে, যার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। এ জন্য চট্টগ্রাম থেকে আমি আমার কাজটি শুরু করেছি। তৃণমূল পর্যায়ে চিকিৎসাকে উন্নত করতে হবে– এটি আমার নির্দেশনা এবং প্রথম বার্তা। এটা আমার প্রথম দায়িত্বও।
আরেকটি বার্তা দিয়ে যাই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে আমাকে। রোগী মারা গেলে কথায় কথায় হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকের ওপর আক্রমণ যাতে না হয়, সে বিষয়টি আমি কঠোরভাবে দেখব। সেই সঙ্গে চিকিৎসকরা যদি কোনো অবহেলা, অনিয়ম করে, সঠিকভাবে দায়িত্ব পালন না করেন– সেদিকেও খেয়াল রাখব।
এর আগে শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন চট্টগ্রামের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এস এম আল মামুন, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী প্রমুখ।