কাজিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

‘দুর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকালে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মহড়ায় পি আই ও একে এম শাহা আলম মোল্লার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, ইউ এইচ এফ ও ডাঃমোমেনা পারভীন পারুল, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত,উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
এর আগে উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। পরে কাজিপুর ফায়ার স্টেশন ইনচার্জ ওয়ারহাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম সিজার এর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।