বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ

কাজিপুরে নৌকার প্রচারণায় পৌর প্যানেল মেয়র শফিকুল

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২, সিরাজগঞ্জ -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছেন কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম শফি। গত ২২ ডিসেম্বর শুক্রবার তিনি পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ভোটারদের বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণ করেন এবং প্রচারণা চালান। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রেখে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান।

প্যানেল মেয়র শফিকুল ইসলাম শফি জানান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর কাজিপুর উন্নয়নে সুসজ্জিত হয়েছে তাঁর সন্তান জননেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের হাত ধরে। যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভাঙ্গন রোধ, শেখ হাসিনা নার্সিং কলেজ, শহীদ এম মনসুর আলী আইএইসটি, বেগম আমেনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, মিড ওয়াইফ ট্রেনিং সেন্টারসহ চরাঞ্চলে একাধিক হাসপাতাল, পুলিশ ফাঁড়ি, প্রতি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক বহুতল ভবন বিশিষ্ট একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থাপন করেছেন। তাঁর মৃত্যুর পর তাঁর সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় কাজিপুরের মানুষের ভাগ্য উন্নয়নে দৃঢ় প্রত্যয়ী। তাই কাজিপুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। এ সময় তিনি নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর