শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ড নাটোরে বিএসটিআইয়ের অভিযানে সেমাই কারখানাকে জরিমানা ও মালামাল জব্দ যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত নাগেশ্বরীতে কমিউনিটি নেতা ও যুব ফোরামের সদস্যদের সাথে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ২ লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে! জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন উল্লাপাড়ায় নারী প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু দোল পূর্ণিমায় শনিবার বেনাপোলে-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

কাজিপুরে প্রয়াত ছাত্রনেতা আল-আমিনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি আল-আমিন তালুকদারের ৭তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।

রোববার ৭ আগষ্ট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এ সময় তিনি বলেন, আমার রাজনীতির শুরুতে কাজিপুর উপজেলা ছাত্রলীগের আস্থাভাজন কান্ডারী ছিল আল-আমিন তালুকদার। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস ছিল বলেই আল-আমিন সকলের মনের মনিকোঠায় স্থান পেয়েছিল। আমি তার ভিতর দুইটি গুণ লক্ষ্য করেছি, প্রথমত নেতৃত্বের প্রতি অবিচল আস্থা অর্জন, দ্বিতীয়ত মাটির প্রতি ভালোবাসা। আল-আমিন ছিল মোহাম্মদ নাসিমের আদর্শের একনিষ্ঠ কর্মী। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক, পারভেজ আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সহঃ প্রচার সম্পাদক শওকত আকবর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি টিএম শফিকুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুল মোতালেবের পরিচালনায় মরহুম আল-আমিন তালুকদারের রূহের মাগফিরাত কামনা করে দোয়া খায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর