কুষ্টিয়া দৌলতপুরে প্রকৌশলীদের পুনর্মিলনী অনুষ্ঠান

কুষ্টিয়ার দৌলতপুরে প্রকৌশলীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুরের আয়োজনে অনুষ্ঠিত পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্।
ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুরের সভাপতি প্রকৌশলী হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।
এসময় বক্তব্য রাখেন চিলমারী ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান, দৌলতপুর ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ইলিয়াস হোসেন ও এমপি পুত্র শাইখ আল শুভ্রসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।
এরআগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।